প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বাংলার প্রতিচ্ছবি : গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ‘ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার (৬ জানুয়ারি) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যৈর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম যৌথ এক বিবৃতিতে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নাগরিক ঐক্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসময় তারা নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’
‘অফিসের বাইরে দুটো মোটরসাইকেলে আগুন দেয়। হামলায় মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের দফতর সম্পাদক শরিফ হোসেনসহ ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন।’
নেতারা বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেখানে জনগণ জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেখানে দখলদারত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একথা সবাইকে মাথায় রাখতে হবে— জনগণ নতুন করে আওয়ামী লীগের মতো কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না।’
অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মঞ্চের নেতারা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি