প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ করার দাবি

বাংলার প্রতিচ্ছবি : বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ করার দাবি জানিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত জোট ‘ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ’। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড মেডিক্যাল অরগানাইজেশান অব ডক্টরসের মুখপাত্র ডা. মোবারক হোসেন বলেন, ‘২০২৩ সালের ২৮ নভেম্বর প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীরে বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়। অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম ৪ বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে নূন্যতম সাড়ে ছয় বছর লাগে। এ কারণে আগের সব সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল।’
তিনি বলেন, ‘সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে বাড়ানো হয়নি। এ কারণে চিকিৎসকরা বৈষম্যের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছি।’
ইউনাইটেড মেডিক্যাল অরগানাইজেশান অব ডক্টরসের মুখপাত্র ডা. মোবারক হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন– চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মঈনুদ্দিন চিশতী, সাংগঠনিক সম্পাদক ডা.গোলাম সামদানি প্রমুখ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি