প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
গোল্ডেন গ্লোবসে সেরা পার্শ্ব অভিনেতা হলেন কিয়েরান কলকিন

বাংলার প্রতিচ্ছবি : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগের পুরস্কার জিতলেন আমেরিকান তারকা কিয়েরান কলকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে হৃদয়ছোঁয়া অভিনয় নৈপুণ্যের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের জেসি আইজেনবার্গ।
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে। কিয়েরান কলকিনের হাতে ট্রফি তুলে দিয়েছেন অভিনেতা কে হুই কোয়ান ও অভিনেত্রী আরিয়ানা ডিবোজ।
এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন গ্লোবস জিতলেন কিয়েরান কলকিন। পুরস্কার জয়ের অনুভূতিতে ৪২ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি এখানে আসতে পেরেছি কারণ জেসি আইজেনবার্গ অসাধারণ একটি চিত্রনাট্য লিখেছে।’
এবারের আসরে চারটি মনোনয়ন পেয়েছে ‘অ্যা রিয়েল পেইন’। এর গল্প বিপরীত মেরুর ইহুদি-আমেরিকান দুই কাজিনকে কেন্দ্র করে। প্রয়াত দাদির সম্মানে পোল্যান্ড ভ্রমণে যায় তারা। এতে বেনজি ক্যাপলান চরিত্রে অভিনয় করেছেন কিয়েরান কলকিন। ডেভিড ক্যাপলানের ভূমিকায় পর্দায় এসেছেন পরিচালক জেসি আইজেনবার্গ নিজেই।
‘অ্যা রিয়েল পেইন’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত বছরের ১০ জানুয়ারি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। এরপরই এর পরিবেশনা স্বত্ব কিনে নেয় সার্চলাইট পিকচার্স।
আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করছেন। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।
গোল্ডেন গ্লোবস হলো নতুন বছরে পুরস্কার বিতরণের প্রথম বৃহৎ আয়োজন। আগামী ২ মার্চ অস্কারের মধ্য দিয়ে এর যবনিকাপাত ঘটবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি