প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
গোল্ডেন গ্লোবসে সেরা পার্শ্ব অভিনেত্রী হলেন জোয়ি সালদানিয়া

বাংলার প্রতিচ্ছবি : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতলেন আমেরিকান তারকা জোয়ি সালদানিয়া। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার।
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে। জোয়ি সালদানিয়ার হাতে ট্রফি তুলে দেন ‘মোয়ানা টু’ অ্যানিমেটেড ছবিতে কণ্ঠ দেওয়া ডোয়াইন জনসন ও আউলি ক্রাভালহো।
এবারের আসরে সর্বাধিক ১০টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এর গল্প মেক্সিকোর একজন বিপজ্জনক মাদকসম্রাটকে কেন্দ্র করে, যে অপরাধ জগত ছেড়ে পুরুষ থেকে নারীতে রূপান্তর হয়ে নতুন জীবন শুরু করতে চায়। এজন্য নিজের ভুয়া মৃত্যু সাজাতে একজন আইনজীবীর সহায়তা নেয় সে। এই আইনজীবীর চরিত্রেই অভিনয় করেছেন জোয়ি সালদানিয়া। গত বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে নিজের তিন সহশিল্পীর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন তিনি। অন্য তিন জন হলেন সেলিনা গোমেজ, কার্লা সোফিয়া গাসকোন ও আদ্রিয়ানা পাজ।
গোল্ডেন গ্লোবসের সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রথম আমেরিকান-ডমিনিকান অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জোয়ি সালদানিয়া। এবার পুরস্কার জিতে আরেকটি রেকর্ড গড়লেন তিনি। গোল্ডেন গ্লোবসের মঞ্চে জ্যাক অঁদিয়ারকে উদ্দেশ করে ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আপনি মনেপ্রাণে ফরাসি, অনেক পরিপাটী, আত্মবিশ্বাসী ও যত্নশীল।’
আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করছেন। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।
গোল্ডেন গ্লোবস হলো নতুন বছরে পুরস্কার বিতরণের প্রথম বৃহৎ আয়োজন। আগামী ২ মার্চ অস্কারের মধ্য দিয়ে এর যবনিকাপাত ঘটবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি