প্রিন্ট এর তারিখঃ Jan 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী: জিয়া উদ্যানে 'জিসাস' কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন

বাংলার প্রতিচ্ছবি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন নাহিদ গুলনাহার ইভা (সভাপতি), জাহাঙ্গীর(সেক্রেটারী), আব্দুর রাজ্জাক(কোষাধক্ষ), জাকারিয়া কাইয়ুক(সমাজ কল্যান সম্পাদক) সহ অন্যন্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা বলেন, "নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর আমরা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ নিয়েছি। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জিসাসের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশের সংস্কৃতি বিশেষ করে মিডিয়া ও চলচ্চিত্র শিল্পে চরম ধস নেমেছে। এই অবস্থার পরিবর্তনে আমরা সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কাজ করে যাব।"
কোষাধক্ষ আব্দুর রাজ্জাক বলেন, "গত ১৭ বছর ধরে সরকারের নিপীড়নের কারণে আমরা সাংস্কৃতিক অঙ্গনে তেমন কিছুই করতে পারিনি। "এবার আমরা জেলায় জেলায় সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে দেব। দেশের শিল্পীদের নিয়ে নতুন ও ভালো কাজ করব এবং পেছনের সব নেতিবাচক প্রভাব মুছে ফেলে সংস্কৃতির জগতে নতুন দিগন্ত উন্মোচন করব।"
শ্রদ্ধা নিবেদনের সময় জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং বিভিন্ন জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর (রোববার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জিসাসের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি দায়িত্ব নিয়েই সংস্কৃতি অঙ্গনে কার্যক্রম শুরু করেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি