প্রিন্ট এর তারিখঃ Jan 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শিবপুরে মিলাদ মাহফিল

বাংলার প্রতিচ্ছবি (প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলার ৪নং শিবপুর ইউনিয়ন পরিষদ মাঠে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আজ শুক্রবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এই মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ৪নং শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব নুর ইসলাম শেখ। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান থানা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাম্মত শিরিন আক্তার, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব গোরা শেখ, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি জনাব মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সহ-সভাপতি আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট অসিম কুমার সমাদ্দার, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোয়াব আলী শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল তুহিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, দোয়া ও শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জনগণের পাশে থেকেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি