প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
৮০ শতাংশ ঐকমত্য তৈরি হয়েছে: রাশেদ খান

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৮০ শতাংশ ইতিবাচক বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার (৫ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আলোচনা ইতিবাচক জানিয়ে রাশেদ খান বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৮০ শতাংশ ঐকমত্য তৈরি হয়েছে। কমিশন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে। বাকি ২০ শতাংশ নিয়ে ঐকমত্য কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, সরকার ৩টি দলকে গুরুত্ব দেয়। সেই ৩ দলকে এক জায়গায় আনা যাচ্ছে না। একইদিনে জাতীয় নির্বাচন এবং সনদের পক্ষে ভোটগ্রহণ নিয়ে সবাই একমত। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঐকমত্য কমিশনের বৈঠকের অনুমোদন দিতে হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি