প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : বার বার ধারাবাহিকভাবে সদস্যপদসংক্রান্ত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে অবিলম্বে।
আইসিসি বোর্ড সভায় নেওয়া এ সিদ্ধান্তের আগে এক বছরের পর্যালোচনা ও অংশীজনদের সঙ্গে আলোচনায় বসেছিল সংস্থাটি। কার্যকর প্রশাসনিক কাঠামো গঠন করতে ব্যর্থ হওয়া, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি)-র স্বীকৃতি না পাওয়া এবং বারবার এমন পদক্ষেপ নেওয়া যাতে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এসব কারণেই এই ব্যবস্থা নিয়েছে আইসিসি।
তবে সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসির সব টুর্নামেন্টে অংশ নিতে পারবে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রেও বাধা থাকছে না। এ সময়ে জাতীয় দলগুলোর হাই-পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড়দের উন্নয়ন তদারকি করবে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা।
পাশাপাশি একটি নরমালাইজেশন কমিটি গঠন করা হবে, যারা যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা তৈরি করবে। এর মধ্যে থাকবে শাসন কাঠামো, কার্যক্রম এবং সংগঠনের সংস্কার। পুরো পরিবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সহায়তার দায়িত্বও তাদের ওপরই থাকবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি