প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আসামিকে মহানগর দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় সাবেক ওসি (তদন্ত) ছিলেন।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগ দেন। পরে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তিনি বলতে পারেননি। আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি