প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত শুরুর লক্ষ্যে বাংলাদেশ

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : এশিয়া কাপে দুর্দান্ত ছন্দ নিয়েই নামছে বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার গ্রুপ বি’তে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। বৃহস্পতিবার আবুধাবিতে হতে যাওয়া ম্যাচে টাইগারদের ভরসা শক্তিশালী পেস আক্রমণ আর ছক্কার ঝড়ে মুখর ব্যাটিং ইউনিট।
আজকের ম্যাচে আগ্রাসী শুরুর লক্ষ্য লিটনদের। বাংলাদেশ জানে, শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। পাওয়ারপ্লেতে উইকেট তোলায় তাসকিন-মুস্তাফিজরা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। নতুন বলের সঙ্গে স্পিন আক্রমণও কাজে লাগাতে চান অধিনায়ক লিটন দাস। পাওয়ারপ্লেতে অফস্পিনে কার্যকরী হয়েছেন শেখ মেহেদী হাসান, আর লেগস্পিনার রিশাদ হোসেনও পেতে পারেন শুরুতেই বল করার সুযোগ।
এদিকে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে এসেছে আক্রমণাত্মক মানসিকতা। গত ১৮ মাসে বিশেষ করে ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন পাওয়ারপ্লেতেই বোলারদের চাপে ফেলেছেন ছক্কার মারমুখী ভঙ্গিতে। শেষদিকে শামীম হোসেন আর জাকের আলীর ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে হংকং অবশ্য ইতিহাসের এক টুকরো স্মৃতিকে প্রেরণা হিসেবে নিতে চাইবে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছিল দুই উইকেটে। সেই দলে থাকা দুই ক্রিকেটার এখনো হংকং স্কোয়াডে আছেন। তবে এরপর থেকে পূর্ণ সদস্য দলগুলোর বিপক্ষে তাদের খেলা সীমিত—মোটে ১১ ম্যাচ।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের অসহায় অবস্থা ফুটে ওঠে। প্রথমে বোলিংয়ে প্রচুর রান দিয়ে বসে, এরপর ব্যাট হাতে ২০ ওভারে ৯৪ রানে থেমে যায় দলটি। টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় একমাত্র বাবর হায়াত লড়াই করলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি