প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াত আমির

বাংলার প্রতিচ্ছবি : সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিতে খুলনা যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামী মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঢাকা থেকে খুলনা যাবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
পরওয়ার বলেন, আমিরে জামায়াত আজই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এ জন্য মঙ্গলবার তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমিরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে।
তিনি আরও বলেন, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন। পরে তার কবর জিয়ারত শেষে আবারও ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন।
জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে নিহত হন মাওলানা আবু সাঈদ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি