প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2025 ইং
সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ ইসলাম

বাংলার প্রতিচ্ছবি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না। এখনো সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। তা না হলে আবারও লং মার্চ করব গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাব। তবে সরকারকে বলব গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা করবেন না।
তিনি আরও বলেন, ৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হবো। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটাতে জয়ী হয়েই ফিরব।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি