প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2025 ইং
জুলাই স্মৃতি ফাউন্ডেশন দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ: উমামা ফাতিমা

বাংলার প্রতিচ্ছবি : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা। মঙ্গলবার গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
উমামা ফাতিমা লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন তাদের প্রধান কর্তব্য ছিল। এসব দায়িত্ব পালনে ফাউন্ডেশন পুরোপুরি ব্যর্থ। কীভাবে টাকা এসেছে, কীভাবে বিতরণ হয়েছে, কতজন পেয়েছে আর কতজন পাওনা আছে এসবের কোনো কিছুই স্পষ্ট না। অর্ধেকের বেশি আহতরা ফাউন্ডেশনের প্রথম ধাপের টাকাই পায়নি।
পোস্টে তিনি আরও লেখেন, ‘এসবের মধ্যে আজকে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর হলো। অভ্যুত্থানের এক বছর পরও আহতদের তালিকা তারা করতে পারেনি, পুরো প্রক্রিয়াটার গোঁজামিল অবস্থা। ফাউন্ডেশনকে দ্রুত দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের হাতে হস্তান্তর করে আহত, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো দরকার।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি