প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
এনসিপির নেতৃত্বে মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে : কায়কোবাদ

বাংলার প্রতিচ্ছবি : কুমিল্লার মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বী নারী ধর্ষণের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার মিডিয়া উইংয়ের মো. মহিউদ্দিন এর পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া নারীর ওপর বর্বরোচিত ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
তিনি বলেন, আমার রাজনীতির বয়স চল্লিশ বছর। মুরাদনগরে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে বলে জানা নেই। তবে ৫ আগস্টের পরবর্তীতে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর মুরাদনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা-পান্ডাদের পুনর্বাসন করা হচ্ছে। এনসিপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্তরা আবারও বিগতদিনের মতো বেপরোয়া হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে নারী ধর্ষণের মতো নৃশংস ঘটনা তারই প্রমাণ। সেইসঙ্গে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এ বিষয়ে তাদের উদাসীনতা পরিষ্কার হয়েছে।
কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনেও অসংখ্য নারী-শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু কোনোটিরই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়নি। ফলে অপরাধীরা সবসময় লাগামহীন রয়েই গেছে। যে রাষ্ট্রে নারী নিরাপদ নয়, সে রাষ্ট্রে ন্যায়বিচারও অস্তিত্বহীন। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতি এই ধরনের ঘৃণ্য অপরাধকে উৎসাহিত করছে।
বিবৃতিতে কায়কোবাদ অভিযোগ করেন, এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) গঠনের পর থেকে পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতির মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে। অথচ এই দলের হাতে আজ দেশের নারী সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত। যারা আজ জাতীয় ঐক্যের নামে এই পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তারা প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিককে এখন ঐক্যবদ্ধ হয়ে পতিত আওয়ামী লীগের পুনর্বাসন, নারী নির্যাতন এবং বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। সেইসঙ্গে অনতিবিলম্বে মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুতগতিতে অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি