প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2025 ইং
শুভ জন্মদিন শার্লক হোমস স্রষ্টা আর্থার কোনান ডয়েল

বাংলার প্রতিচ্ছবি : লন্ডনের ২২১ বি, বেকার স্ট্রিটের বাড়ির কাল্পনিক ঠিকানায় পাইপ হাতে, কালো ওভারকোট গায়ে আর গোয়েন্দাসুলভ ডিয়ার-স্টকার হ্যাট মাথায় ইতস্তত পায়চারি করছেন কেউ। গোয়েন্দা সাহিত্যপ্রেমীদের কাছে এ পরিচয়টি নতুন করে বলে দিতে হবে না। তিনি শার্লক হোমস।
বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য চিঠি আসত তাঁর ঠিকানায়। একেক চিঠিতে একেক রহস্যের জট কিংবা নেহাতই প্রশংসা। প্রথিতযশা ইংরেজ লেখক আর্থার কোনান ডয়েলের সৃষ্ট এই সুবিখ্যাত গোয়েন্দা চরিত্রের রয়েছে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা। যেন জীবন্ত এক গোয়েন্দা! আর এই অমর চরিত্রের স্রষ্টা স্যার আর্থারের জন্মদিন ২২ মে। তাঁকে ও তাঁর সৃষ্টিকে শ্রদ্ধা জানাতে ২০১৩ সাল থেকে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক শার্লক হোমস দিবস।
গোয়েন্দা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া শার্লক হোমস সেই ১৮৮৭ সালে আমাদের সামনে এসেছেন আর্থার কোনান ডয়েলের ধারাবাহিক গল্প সিরিজে। শার্লক চরিত্রের আড়ালে রীতিমতো চাপা পড়ে যান চরিত্রটির স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল। টানা ৪০ বছর ধরে প্রকাশিত হয়েছে শার্লক হোমসের গল্প। পৃথিবীর প্রথম ফরমায়েশি গোয়েন্দাগিরি করা এই রহস্যময় চরিত্রের তীক্ষ্ণ ধীশক্তি, অসম সাহসিকতা, বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি, ফরেনসিক বিদ্যার সাহায্যে আসামি ধরার রোমহর্ষক আখ্যানের সঙ্গে সঙ্গে তার সাজপোশাক ও সিগনেচার স্টাইলও সব সময় মুগ্ধ করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
শার্লকের গল্প-উপন্যাস অবলম্বনে বেশ কিছু মঞ্চনাটক, টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্র তৈরি হয়েছে যুগে যুগে। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিবিসিতে প্রদর্শিত হয় অত্যন্ত জনপ্রিয় শার্লক টিভি সিরিজ। এতে যেন এই গোয়েন্দা-নায়কের প্রকৃত রূপটি আরও জনঘনিষ্ঠ আর উজ্জ্বল হয়ে সবার সামনে আসে। ক্লাসি আর স্টাইলিশ এই লুক প্রকারান্তরে শার্লকের ব্যক্তিত্বেরই প্রকাশ।
স্যার আর্থার কোনান ডয়েল, আপনি শুধু হোমসের স্রষ্টা নন, আপনি আমাদের কল্পনার গতিপথ বদলে দেওয়া এক দিকনির্দেশক। আপনি নিজেই এক ‘অ্যাডভেঞ্চার’।
শুভ জন্মদিন, স্যার! আপনি সেরা। আপনার শার্লক হোমসও সেরা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি