প্রিন্ট এর তারিখঃ May 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2025 ইং
যুদ্ধ শেষে গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল: নেতানিয়াহু

বাংলার প্রতিচ্ছবি : যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।
ইতোমধ্যে ইসরাইলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরাইলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ এখনও শেষ হয়নি।
এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরাইলি বন্দি ‘অবশ্যই জীবিত’ রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকব।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি