প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2025 ইং
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮

বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এই পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ২৫৮ জন। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত মোট পরীক্ষার্থী ছিল ৪০ হাজার ৬২৭ জন।
আইন পেশায় যুক্ত হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা দিতে হয়। এমসিকিউ, লিখিত ও মৌখিক। এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি