প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2025 ইং
সেনাপ্রধানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলার প্রতিচ্ছবি : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আবদুল্লা খাসেইফ আলমৌদির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সেনা সদরে তারা এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্যে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আবদুল্লা খাসেইফ আলমৌদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি