প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2025 ইং
এবার চীনা জাহাজের জন্য নতুন বন্দর ফি ঘোষণা করল যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিচ্ছবি : চীনের তৈরি ও পরিচালিত জাহাজের উপর নতুন বন্দর ফি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করতে এবং এই খাতে চীনের আধিপত্য রোধ করার লক্ষ্যে বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে নতুন এই ফি ঘোষণা করেছেন। যার বেশিরভাগই অক্টোবরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। তিনি বলেন, ‘আমেরিকান অর্থনৈতিক নিরাপত্তা এবং বাণিজ্যের অবাধ প্রবাহের জন্য জাহাজ এবং জাহাজ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পূর্ববর্তী প্রশাসনের অধীনে শুরু হওয়া তদন্তের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। চড়া শুল্কের পর নতুন করে নেওয়া ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে সেটা অনুমেয়ই।
এদিকে নতুন নিয়মের অধীনে প্রতিটি চীনা-সংযুক্ত জাহাজের মার্কিন ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রতি টনেজ বা প্রতি কন্টেইনারে বাড়তি ফি গুনতে হবে। এছাড়া বছরে পাঁচবার এই ফি মূল্যায়ন করা হবে। কোনো মালিক যদি মার্কিন নির্মিত জাহাজের জন্য অর্ডার দেন তবে তা মওকুফ করা যেতে পারে বলে জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন জাহাজ নির্মাণ শিল্পের প্রভাব ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং এখন বৈশ্বিক উৎপাদনের মাত্র ০.১ শতাংশ জাহাজ নির্মাণ করে দেশটি। এই খাতটিতে এখন এশিয়া আধিপত্যে বিস্তার করছে। যার মধ্যে চীন একাই প্রায় অর্ধেক জাহাজ তৈরি করে। এরপর অবস্থান দক্ষিণ কোরিয়া এবং জাপানের।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, তিনটি এশিয় দেশ বেসামরিক জাহাজ নির্মাণের ৯৫ শতাংশেরও বেশি নির্মাণ করে থাকে। যেখানে এবার যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র। টেক্কা দিতে চায় চীনকে। যে কারণে চীনা পরিচালিত জাহাজ এবং চীনা নির্মিত জাহাজের জন্য আলাদা ফি যুক্ত করেছে দেশটি। এবং পরবর্তী বছরগুলিতে যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
চীনা নির্মিত জাহাজের জন্য, প্রতি এন্ট্রি ১৮ ডলার বা প্রতি কন্টেইনারে ১২০ ডলার থেকে শুরু হয় - যার অর্থ ১৫,০০০ কন্টেইনারসহ একটি জাহাজের জন্য ১.৮ মিলিয়ন ডলারের বিশাল ফি বাড়তি গুনতে হতে পারে।
প্রায় ত্রিশটি শিল্পের প্রতিনিধিত্বকারী মার্কিন গোষ্ঠী গত মার্চ মাসে আমদানিকৃত পণ্যের দামের উপর এই ধরনের ফিগুলির ঝুঁকি সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছিল। সেই উদ্বেগের পরও এবার ট্রাম্প প্রশাসন নতুন এই ঘোষণা দিল। একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে যে প্রস্তাবিত ফি, চীন এবং অন্যান্য দেশের উপর শুল্কের পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক ‘মার্কিন খুচরা বিক্রেতাদের উপর অসাধারণ চাপ সৃষ্টি করবে’।
সব অ-মার্কিন নির্মিত গাড়ি পরিবহনকারী জাহাজের উপরও ১৮০ দিনের মধ্যে একটি ফি আরোপ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয় ওয়াশিংটন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজের জন্যও নতুন ফিও চালু করছে, যদিও তা তিন বছর কার্যকর হবে না। এর বাইরে গ্রিয়ার কিছু জাহাজ-থেকে-শোর ক্রেন এবং চীনা কার্গো হ্যান্ডলিং সরঞ্জামের উপরও প্রস্তাবিত শুল্ক ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি