প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2025 ইং
মিরপুর ১৪ ঢাকা ডেন্টাল কলেজে বহিরাগতদের আক্রমণে শিক্ষার্থী গুরুতর আহত
বাংলার প্রতিচ্ছবি:- দক্ষিন এশিয়ার বৃহত্তম ঢাকা ডেন্টাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণে আহত। গতকাল রাতে ঢাকা ডেন্টাল মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র আবরার ফারহাদকে বহিরাগত সন্ত্রাসীরা মেরে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকা ডেন্টাল মেডিক্যাল কলেজে চিকিৎসা রত আছেন।
কলেজে খোজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে এরকম ঘটনা আগেও ঘটেছে। কিন্তু কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বারবার এই ঘটনার পূনরাবৃত্তি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষার্থী বলেন, কিছুদিন পূর্বে বিভিন্ন ছাত্রীদের বারবার ইভটিজিং করে স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসীরা। সম্প্রতি আবার এ ঘটনা ঘটলে ৩য় বর্ষের ছাত্র আবরার ফারহাদ প্রতিবাদ করলে স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসীরা তাকে মারধর করে।
ডেন্টাল কলেজের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কলেজের পাশে বস্তি থাকার কারনে বিভিন্ন সময় বহিরাগতরা এসে মাদক সেবন ও বিশৃঙ্খলা করে। কর্তপক্ষ অনেক সময় অসহায় হয়ে পড়ে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি