প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2025 ইং
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি: ঈদযাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ বাড়ছে। তবে যানজট নেই। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।
বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যমুনা সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পার হয়েছে। এ থেকে টোল আদায় হয় এক কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। আর সেতুর পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।’
টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান বাংলার প্রতিচ্ছবিকে বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম ছাড়া মহাসড়কে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকেও নজরদারি রয়েছে।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি