প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2025 ইং
শ্যামনগরে গণহত্যা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ

শেখ নাজমুল হাসান (শ্যামনগর প্রতিনিধি): জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্যামনগরে শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের নেতৃত্বে সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, এরপর বীর মুক্তিযোদ্ধারা, লেডিস ক্লাবসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় ২৫ মার্চ রাতের গণহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এবং পরবর্তীতে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির ও নকিপুর ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তনু।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রারম্ভে ২৫ মার্চ রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাক হানাদাররা ঝাঁপিয়ে পড়ে যে গণহত্যা চালায় সে বিষয়ে আলোকপাত করেন। এসময় তারা রাজারবাগ পুলিশ লাইন থেকে তৎকলীন ইকবাল হল ও রোকেয়া এবং জগন্নাথ হলে চালানো হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন। একইসাথে আজকের শিশুদের সেদিনকার সংঘটিত গণহত্যার বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জনের পরামর্শ দেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আবুল হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সমবায় কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি