প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 21, 2025 ইং
এবার গাজা দখলের হুমকি ইসরাইল প্রতিরক্ষামন্ত্রীর

বাংলার প্রতিচ্ছবি : হামাস যদি ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে রাজি না হয় তবে গাজা দখল করবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এসরায়েল কাৎজ।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাৎজ বলেছেন, হামাস যতবার জিম্মিদের ফেরত দিতে নাকচ করবে, গাজা উপত্যকার তত ভূখণ্ড তারা হারাবে। যদি জিম্মি মুক্তি না দেওয়া হয় ধীরে ধীরে সমগ্র গাজা ভূখণ্ড দখল করে নেবে ইসরাইল।
ইসরাইলি হামলায় মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫০৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। আর আহত হয়েছেন ৯০৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার নতুন করে গাজায় স্থল অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হওয়ার পর বৃহস্পতিবার গাজাজুড়ে অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা আবারও প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন। কারণ ইসরাইল নতুন করে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে। ইসরাইলি বিমান থেকে আবাসিক এলাকাগুলোতে লিফলেট ফেলা হয়েছে, যাতে উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন শহর, গাজা সিটির শিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের শহরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজার মধ্যাঞ্চলে ট্যাংক পাঠানোর একদিন পর ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তরের উপকূলীয় রুট বেইত লাহিয়াতেও স্থল অভিযান শুরু করেছে।
ফিলিস্তিনি মেডিকেল কর্মীরা বলেছেন, ইসরাইলি হামলায় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর আল-জাজিরার।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি