প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2025 ইং
ঢাকার মোহাম্মদপুরে বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বাংলার প্রতিচ্ছবি : রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বোনাসের দাবিতে সাইনেস্ট গ্রুপের হাজার হাজার গার্মেন্টসকর্মী আন্দোলন করছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তারা রাস্তা নামে। দাবি আদায় না হওয়া পযর্ন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা শ্রমিকদের।
গার্মেন্টস শ্রমিকরা জানান, সাইনেস্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এবার ঈদে কোনো বোনসা দেওয়া হবে না। আমরা জানিয়েছি- অন্তত অর্ধ বোনাস দিন কিন্ত কর্তৃপক্ষ কোনো বোনাস দেবে না বলা জানিয়েছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি