প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2025 ইং
জাতিসংঘ ভবন পরিদর্শনে আন্তোনিও গুতেরেস

বাংলার প্রতিচ্ছবি : ঢাকায় নতুন ‘জাতিসংঘ ভবন’ পরিদর্শন করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার সকালে গুলশান-২ এ তিনি এই পরিদর্শনে যান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা। বিকালে সংবাদ সম্মেলনে আসবেন গুতেরেস।
এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
চারদিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি