প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2025 ইং
ময়মনসিংহে মুখ-হাত-পা বেঁধে শিশুকে ধর্ষণ চেষ্টা, মামলায় বাধার অভিযোগ

বাংলার প্রতিচ্ছবি : ময়মনসিংহের ফুলপুরে মুখ, হাত ও পা বেঁধে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় এক যুবক। এদিকে প্রভাবশালী মহলের চাপে শিশু ধর্ষণচেষ্টার তিন দিনেও মামলা না হয়ে ধামাচাপার চেষ্টা চলছে।
জানা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের হরিনাদি গ্রামের আব্দুল গফুরের পুত্র মুঞ্জুরুল হক (৩৫) মঙ্গলবার ৫ বছরের এক শিশু কন্যাকে মুখ ও হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি অপর এক কিশোরী টের পেয়ে চিৎকার করলে মুঞ্জুরুল হক পালিয়ে যায়।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রভাবশালী মহলের চাপে আজও মামলা হয়নি।
শিশুর নানা জানান, প্রায় ৮ মাস আগে মায়ের মৃত্যুর পর থেকে নাতিন এখানে থাকে। আমরা অসহায় দরিদ্র। ওরা প্রভাবশালী হওয়ায় চাপে মামলা দিতে পারছি না। এর সুষ্ঠু বিচার দাবি করছি।
মুঞ্জুরুল হকের পরিবার এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি