প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2025 ইং
এনআইডি ইসির অধীনেই থাকা উচিত: সচিব

বাংলার প্রতিচ্ছবি : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা মনে করি- জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রমটা ইসির অধীনেই থাকা উচিত।এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয় থাকে, সে ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, এ ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি ২০০৭ সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে। এখান থেকে আমরা কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে সেবা সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করছি।
তিনি বলেন, কাজেই যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সে পদ্ধতিটিকে আবার নতুন করে গড়ে তোলার চেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিকেই সম্প্রসারণ করা যৌক্তিক বলে আমরা মনে করি। এটাই আমরা বারবার বলে আসছি।
ইসির অধীনে এনআইডি সুরক্ষিত কিনা- জানতে চাইলে সচিব বলেন, ১৮২টি সংস্থা ইসির কাছ থেকে তথ্য নিচ্ছে। অন্যান্য সংস্থাও তথ্য নিচ্ছে। সুরক্ষিত বলেই তারা তথ্য নেয়।
ইসি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, যারা মানববন্ধন করেছেন তারা আমাদেরই সহকর্মী। তাদের দাবি ঠিক আছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি