প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2025 ইং
প্রস্তাবিত জুলাই সনদ দ্রুত কার্যকর দেখতে চাই: নাহিদ ইসলাম

বাংলার প্রতিচ্ছবি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্র্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার কার্যক্রম চালাচ্ছে, তাদের সেই প্রস্তাবিত জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। জুলাই সনদের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সবার সামনে স্পষ্ট হবে। সংবিধান সংস্কার ছাড়া অন্য যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে যেমন: জনপ্রশাসন, পুলিশ এগুলো অন্তর্র্বর্তীকালীন সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশষ্টি নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তৃতা করেন সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চেৌধুরী এ্যানি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
নাহিদ ইসলাম বলেন, সামনে যে নির্বাচন, সেখানে একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন আকারে আয়োজন করা সম্ভব। এর মাধ্যমে একটি নতুন সংবিধানের মাধ্যমে গণতনে্ত্রর পথে নতুন করে যাত্রা শুরু করতে পারব। সরকার যে সময় দিয়েছে, এর মধ্যেই সব কাজ শেষ করে আমরা নির্বাচনের দিকে যেতে পারব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। এককভাবে শুধু সরকারের পক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে। এজন্য রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক শক্তি এবং অভু্যত্থানের শক্তিগুলোকে ভূমিকা রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, মিডিয়া এবং আমলাতনে্ত্রর নিরপেক্ষতা প্রয়োজন।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই আমাদের মধ্যে ঐক্যের জায়গা তৈরি করেছে। আমরা যারা ফ্যাসিবাদবিরোধী, তাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য, নীতিগত বিরোধ ও তর্ক-বিতর্ক হতে পারে। কিন্তু গণতানি্ত্রক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়ায় যেন কোনো ছেদ না পড়ে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে পরাস্ত করা সম্ভব নয়। আমরা যেন এ কথা ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটেনি। বাংলাদেশবিরোধী শক্তিগুলো এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিকি ও অভু্যত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য এবং সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণি ও ষড়যন্ত্রকারী বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। এ বিষয়ে আমাদের সবাইকে সবসময় সচেতন থাকতে হবে। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফায়সালা করতে চাই।
এনসিপিপ্রধান বলেন, জনপরিসরে নারী নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা আইনগত ও সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে। দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি