প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2025 ইং
৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন বিএইচআইএস শ্রমিকরা

বাংলার প্রতিচ্ছবি : গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনীর চেষ্টায় বেলা ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি মাসে শ্রমিকদের বেতন ২৫ তারিখের মধ্যে দেওয়া হলেও মার্চ মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এ নিয়ে সোমবার বিকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে তারা বাড়ি ফিরে যান।
মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবি করতে থাকেন তারা।
এদিকে, মহাসড়ক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাস্তাটি ব্যবহারকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এলে শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কটির যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। ১১টার দিকে তারা রাস্তা ছাড়ে। ’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি