প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2025 ইং
ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে কৃষকের মৃত্যু, আহত ৫

বাংলার প্রতিচ্ছবি : ফরিদপুরে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা উল্টে ইদ্রিস হাজরা নামের এক কৃষক মারা গেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আ. লতিফ হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ খেত দেখতে গিয়েছিলেন ইদ্রিস। পরে বাড়িতে ফেরার উদ্দেশে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্রা গাড়িতে ওঠেন তিনি। যানটি শোলাকুন্ড মাদ্রাসার সামনে পৌঁছালে রাস্তায় থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রাটি উল্টে যায়। এতে মাহিন্দ্রাটিতে থাকা সবাই আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে ইদ্রিস মারা যান। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি