প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2025 ইং
এনআইডি নিয়ে সরকারকে ইসি’র চিঠি

বাংলার প্রতিচ্ছবি : জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে এ চিঠি পাঠানো হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গায় থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জানার পর এনআইডি সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে নামেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা। ওইদিন তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সিইসির কাছে স্মারকলিপি দেন। দাবি আদায়ে বুধবার পর্যন্ত নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। অন্যথায় কর্মবিরতি ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করবেন বলে জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি