প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2025 ইং
না ফেরার দেশে ক্রীড়া লেখক ও সাংবাদিক বিমান ভট্টাচার্য

বাংলার প্রতিচ্ছবি : ক্রীড়া লেখক ও বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য শুক্রবার দুপুরে ঢাকার গোপীবাগে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন প্রিয় ‘বিমান দা’। ৮৪ বছর বয়সে বিমান স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দীর্ঘদিন বিমান ভট্টাচার্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চাকরি ছেড়ে পরে সাংবাদিকতা বেছে নেন। বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে কাজ করেছেন তিনি।
ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন বিমান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি