প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক উৎসব অনুষ্ঠিত

বাংলার প্রতিচ্ছবি : সিডনিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক উৎসব। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, কিয়ামা সার্ফ ক্লাবে প্রায় ৩০০ চিকিৎসক ও তাদের পরিবারবর্গ এই আনন্দময় আয়োজনে অংশ নেন। দিনভর উৎসব, প্রতিযোগিতা, সংগীত ও দেশি খাবারের আয়োজনে মুখর ছিল এই মিলনমেলা।
সকাল ৮টা থেকে ৩টি স্থান থেকে ৫টি বাসে করে যাত্রা শুরু হয়। তারপর ক্লাবের সবুজ মাঠ, সমুদ্র সৈকত ও নীল আকাশের মেলবন্ধনে দিনটি শুরু হয় শিশুদের খেলাধুলা, মেয়েদের টাই বাঁধা, পুরুষদের শাড়ি পরা ও বেলুন দৌড়ের মাধ্যমে। দুপুরে শুরু হয় বয়সভেদে প্রতিযোগিতা। শিশুদের চিত্রাঙ্কন, দৌড় ও বল গেমস, আর বড়দের জন্য কৌতুক, গান ও নাচের আয়োজন ছিল। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
দেশি খাবারের আয়োজন ছিল অন্যতম আকর্ষণ। বিরিয়ানি, তেহারি, কাবাব, পিঠা ও মিষ্টির স্বাদে সবাই ফিরে গেছেন বাংলাদেশের মাটিতে। র্যাফেল ড্রও ছিল উৎসবের একটি বিশেষ অংশ।
শেষ বিকেলে স্থানীয় ব্যান্ড ‘ধূমকেতু’র নস্টালজিক সংগীতের তালে নেচে উঠেন সবাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী ও আধুনিক গানে মুখরিত হয় পরিবেশ। বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশুকে সম্মাননা জানানো হয়।
বাংলাদেশ মেডিকেল সোসাইটির সভাপতি চিকিৎসক নাজমুন নাহার বলেন, এই উৎসব আমাদের কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার চমৎকার উদ্যোগ। এই আয়োজন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এই বার্ষিক উৎসব শুধু একটি পিকনিক নয়, এটি বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের মধ্যে ঐক্য, সংহতি ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করে।আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। এছাড়াও, আমাদের কমিউনিটির অনেক সমাজ কল্যাণমূলক উদ্যোগ রয়েছে। আপনারা এতে অংশগ্রহণ করুন, আমন্ত্রণ জানাচ্ছি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি