প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
রমজান উপলক্ষ্যে সস্তায় রেশন দেবে রাজ্য সরকার

বাংলার প্রতিচ্ছবি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শস্তায় বিশেষ প্যাকেজে রেশন দেবে রাজ্য সরকার। এই বিশেষ প্যাকেজে রয়েছে, ময়দা, চিনি এবং ছোলা। ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার থেকে রেশন দোকানে পাবেন গ্রাহকরা।
শনিবার খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার ফলে বাজারদরের থেকে অনেক কম দামে এইসব খাদ্য সামগ্রী রেশন দোকানে পাওয়া যাবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস উপলক্ষে এই বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। বিশেষ প্যাকেজে চিনি পাওয়া যাবে ৩২ টাকায়, ছোলা পাওয়া যাবে ৬২ টাকায়, ময়দা যাওয়া যাবে ৩১ টাকায়।
এই সুবিধা পাবেন-অন্তোদ্যয় অন্নযোজনা এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ডধারী পরিবার। ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত পুরো রমজান জুড়ে এই বিশেষ প্যাকেজ পাবেন।
প্রায় ৬ কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি