প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
৫ দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলার প্রতিচ্ছবি : ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বেসরকারি কমিউনিটি বেজড মেডিকেল কলেজের চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষের নিকট স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
এতে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবি জানান তারা।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি