প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
বিএনপির শক্তি হচ্ছে ‘উপরে আল্লাহ নিচে জনগণ’: সোহেল

বাংলার প্রতিচ্ছবি : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির বিদেশি কোনো প্রভু নাই। বিএনপির শক্তি হচ্ছে ‘উপরে আল্লাহ আর নিচে জনগণ’। জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বিএনপি। জনগণের যেনো কোনো ক্ষতি না হয়, এ ব্যাপারে শহিদ জিয়াউর রহমানের সৈনিকদের সচেতন থাকতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরের দিগপাইত মোড়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো অত্যাচার, নির্যাতন ও পুলিশি হয়রানি থাকবে না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। দেশকে পরিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করা হবে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি