প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
যুবলীগ সাধারণ সম্পাদক নিখিলের পিএসসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার সাভার থেকে

বাংলার প্রতিচ্ছবি:
সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের পিএস আবু বকর সিদ্দিকসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার সাভার থেকে করেছে পুলিশ।
বর্তমান সরকার দ্বারা পরিচালিত অপারেশন ডেভিল হান্টের অভিযানে সাভার থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন মামলার আসামি। গত ২৪ ঘণ্টায় সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাইনুল হোসেন নিখিলের পিএস আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা খানম শিল্পি, আওয়ামী লীগের কর্মী দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কর্মী আনোয়ার হোসেন মাঝি, কৃষক লীগ নেতা সেলিম ভূঁইয়া, নাছির হোসেন, আমিনবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত আলী, কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও আখতারুজ্জামান কুটি মোল্লা।
কুটি মোল্লা সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের মামা। তাকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তবে কুটি মোল্লা থানা হাজতে রয়েছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি