প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: বরকত উল্যাহ বুলু

বাংলার প্রতিচ্ছবি : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর ব্যবস্থা করেন। আজকে আইনশৃখলার যেই অবনতি রাস্তায় লাশ পড়ে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির থেকে মুক্তি পেতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।
শনিবার কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এসব বলেন।
হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির মোস্তাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির ছানাউল্লাহ সরকার, নজরুল ইসলাম প্রমুখ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি