প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
আবারও শুরু হয়েছে ফল আমদানি

বাংলার প্রতিচ্ছবি : দুদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। অতিরিক্ত শুল্কারোপের কারণে বেনাপোলসহ সারা দেশের ফল আমদানি বন্ধ ছিল। ফলে সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভারতের পেট্রাপোল দিয়ে ৪০ ট্রাক ফল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
দেশে ফলের চাহিদা মেটাতে ও সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে আমদানিকারকরা আজ থেকে আবারও ফল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। আমদানি খরচ বেশি হওয়ায় দাম বাড়িয়েছেন খোলা বাজারের বিক্রেতারা। গত দুদিন ফল আমদানি বন্ধ থাকায় ইতোমধ্যেই বাজারে কেজিতে ফলের দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।
এর আগে কাস্টমস কর্তৃপক্ষ ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করত। এতে করে কেজিপ্রতি ফলে সরকারকে ১০১ টাকা রাজস্ব দিতে হতো। কিন্তু ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এক নির্দেশনায় শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। সেক্ষেত্রে কেজিপ্রতি কর ১৫ টাকা বেড়ে দাঁড়ায় ১১৬ টাকা।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে দুদিন ফল আমদানি বন্ধ থাকায় দেশের বাজারগুলোতে ফলের দাম কয়েকগুণ বেড়েছে। মূল্য বৃদ্ধি ও সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে ফল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমদানিকারকদের দাবি, বর্ধিত শুল্ক আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ রাখা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবার ফল আমদানি শুরু হয়েছে। সংকট দূর করতে ফলের চালান দ্রুত ছাড়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি