প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
শেখ হাসিনার পদত্যাগে কী ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম?

বাংলার প্রতিচ্ছবি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পালিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক হাসিনার পদত্যাগ নিয়ে কেমন ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম:
নিউইয়র্ক টাইমস
‘বিক্ষোভের মুখে বাংলাদেশের নেত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের পর জনগণ গণভবনে প্রবেশ করে। শেখ মুজিবুর রহমানের ছবির সামনে জনতার ক্ষোভ প্রকাশের দৃশ্যও উঠে আসে তাদের প্রতিবেদনে।
বিবিসি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, আন্দোলনকারীরা গণভবন দখল করেছে’
আলজাজিরা
‘সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, গণভবনে ঢুকে পড়েছে হাজারো মানুষ’
এএফপি
‘শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হাজারো মানুষ গণভবনে প্রবেশ করেছে।’
রয়টার্স
‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন এবং বাংলাদেশও ছেড়ে গেছেন’
দ্য গার্ডিয়ান
‘সেনাপ্রধান নিশ্চিত করেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে’
সিএনএন
‘এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান প্রাণঘাতী সংঘর্ষ ও আন্দোলনের পর পদত্যাগ করলেন শেখ হাসিনা’
ওয়াশিংটন পোস্ট
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে’
টাইমস অব ইন্ডিয়া
‘শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়েছে’
আনন্দবাজার পত্রিকা
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছেড়েছেন, হেলিকপ্টারে করে তাকে ‘নিরাপদ’ আশ্রয়ে পাঠানো হয়েছে’
জি নিউজ ইন্ডিয়া
‘আওয়ামী সরকারের পতন! বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা’
হিন্দুস্তান টাইমস
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শেখ হাসিনার বিমান বিকেল ৫টা থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে দিল্লিতে পৌঁছে যেতে পারে।’
অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন শিরোনাম করে ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশের বাইরে চলে গেছেন।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি