প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ, পদ ১৫২

বাংলার প্রতিচ্ছবি : বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ পদে মোট ১৫২ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ৮১
যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: উল্লেখ নেই
২. পদের নাম: জুনিয়র মেকানিক জিএসই
পদসংখ্যা: ৪১
যোগ্যতা: মেকানিক্যাল/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ–৩ (৫–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৩. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
বয়সসীমা: সব পদে বয়সসীমা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা
এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে
এই লিংকে ক্লিক করুন
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি