প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
কালিগঞ্জে দুই শিশু সন্তানসহ মায়ের বিষপান: মৃত দুই শিশু, বেঁচে আছেন মা!

সাতক্ষীরা প্রতিনিধি : পারিবারিক বিরোধেরে জেলে নিজের দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন রত্না খাতুন(৩০)। কিন্তু শিশু দুটি মারা গেলেও বেঁচে আছেন রত্না। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হাসান রহমান এর স্ত্রী। তাদের দুই শিশু পুত্র মোঃ মাহির (৫) ও মোঃ আরিয়ান (৯ মাস)।
স্থানীয়রা জানান পাষন্ড মা নিজেই বিষ পান করিয়ে দুই সন্তানকে হত্যা করেছে। পরে মা আত্মহত্যা করার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে নিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান জানান, শিশু দুটি মারা গেছে। তাদের মা বেঁচে আছেন। তাকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি