প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন!

বাংলার প্রতিচ্ছবি : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট ‘দ্য টাকার কার্লসন শো’—এর সর্বশেষ পর্বে এই দাবি করেন। তিনি বলেন, ‘বাইডেন প্রশাসন তা করেছে, তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে। ‘ তবে তার এই দাবির পক্ষে, কোনো প্রমাণ উপস্থাপন করেননি কার্লসন।
টাকার কার্লসন বলেন, ‘যা একেবারেই পাগলামি। এটি বিকৃত মানসিকতা, যে কেউ এমন কিছু ভাবতেও পারে। তাহলে তারা কেন এটা করেছে? কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে।’ কার্লসন দাবি করেন, বাইডেন প্রশাসন ২০২১ সালের শুরু থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে।
কার্লসন ২০২৩ সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন। মূলত চ্যানেলটির বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তিনি প্রায়ই ক্রেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন।
গত ফেব্রুয়ারিতে টাকার কার্লসন মস্কোয় যান এবং পুতিনের সঙ্গে এক সাক্ষাৎকার নিয়েছিলেন। অনেকের মতে, এই সাক্ষাৎকার ছিল একেবারে নমনীয় ও পক্ষপাতদুষ্ট। পরে গত ডিসেম্বরে তিনি আবার রাশিয়ায় গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাক্ষাৎকার নেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি