প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট

বাংলার প্রতিচ্ছবি : আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ২১ কিলোমিটারের ম্যারাথন। সেই দৌড় প্রতিযোগিতায় অন্তত ১২ হাজার মানুষ ও ডজনখানেক রোবট অংশ নেবে। চীনই প্রথম দেশ হচ্ছে যারা কিনা মানুষ ও রোবটের দৌড় প্রতিযোগিতা করতে যাচ্ছে। খবর স্কাই নিউজের।
প্রতিবেদনে অস্ট্রেলিয়ার গণমাধ্যমটি জানিয়েছে, হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের ড্যাক্সিং শিল্প জেলার রাজধানী বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ায়, যা কিনা ই-টাউন নামে পরিচিত। ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের রোবট এই ম্যারাথনে অংশ নেবে। ম্যারাথনে অংশ নেওয়া সেরা তিন দৌড়বিদ পাবে পুরস্কারও।
এক বিবৃতিতে ই-টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন কোম্পানি, গবেষণা ইনস্টিটিউট, রোবটিক ক্লাব ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যারাথনে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা যেন তাদের তৈরি হিউম্যান রোবটগুলোকে এই ম্যারাথনে অংশ নেওয়ায়।
ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রোবটগুলোকে বিভিন্ন মানদণ্ড দিয়ে পেরুতে হবে। ই-টাউন কর্তৃপক্ষ বলছে, রোবটগুলোকে মানুষের মতো দেখতে হবে। সেগুলোকে মানুষের মতোন দৌড়াতে হবে। চাকার সাহায্য নিতে পারবে না। রোবটের উচ্চতা শূন্য দশমিক পাঁচ মিটার থেকে শুরু হয়ে সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত হতে হবে। তাদের কোমড় থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবে শূন্য দশমিক ৪৫ মিটার।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি