বাংলার প্রতিচ্ছবি । ০৪ নভেম্বর ২০২৪ !! ১৭:১০
ইউক্রেনের প্রতি জার্মানির অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়ারবক। সোমবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় সফরে কিয়েভ পৌঁছে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তিনি বলেছেন, যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনের সমর্থন প্রয়োজন। কেননা শীতকাল প্রায় এসে পড়েছে। এদিকে বেসামরিক অবকাঠামোতে ক্রমাগত রুশ আগ্রাসনের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণের আশঙ্কা। ফলে পরিস্থিতি আরও সঙ্গিন হয়ে উঠতে পারে।
মার্কিন নির্বাচনের প্রাক্কালে ইউক্রেন সফরে গেলেন বায়ারবক। প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেলেনস্কিকে সমর্থন দেবেন কিনা ট্রাম্প নিয়ে সন্দেহ রয়েছে সবার মধ্যে। ফলে হোয়াইট হাউজের পররবর্তী প্রধানের ওপর নির্ভর করতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ সহায়তা প্রাপ্তি।
বায়ারবক বলেছেন, রুশ বর্বরতার বিরুদ্ধে আমাদের মানবতা ও সমর্থন অব্যাহত আছে। কারণ ইউক্রেনীয়দের লড়াই কেবল এই শীতের বিরুদ্ধে না, এটি তাদের অস্তিত্বেরও লড়াই। তারা ইউরোপের স্বাধীনতার জন্যও যুদ্ধ করছে।’
ইউক্রেনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর অষ্টম সফর এটি।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইউক্রেনের অন্যতম মিত্র জার্মানি। মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কিয়েভের পক্ষে সহযোগিতা চালিয়ে যাচ্ছে।
অবশ্য, কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে পাশার দান উলটে যেতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার মাত্রা নিয়ে কঠোর সমালোচনা করে চলেছেন রিপাবলিকান প্রার্থী। তিনি দাবি করে আসছেন, হোয়াইট হাউজে গেলে তিনি দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামিয়ে দেবেন।
বায়ারবক বলেছেন, ইউক্রেনে জরুরি সহায়তার পরিমাণ প্রায় ১৮ কোটি ডলার বৃদ্ধি করেছে বার্লিন। রুশ আগ্রাসনে দেশটির তাপ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউক্রেনের ক্ষয়ক্ষতি কড়ায় গণ্ডায় রাশিয়া চুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত শিল্পোন্নত দেশের সংগঠন জি সেভেন তাদের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।