Friday, November 22, 2024
Google search engine
বাড়িআন্তর্জাতিকইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে ইরানি হামলার আশঙ্কা

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে ইরানি হামলার আশঙ্কা

ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ইরান হামলা করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে তেহরান।

গাজা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, তার প্রভাবে তেহরান ও তেল আবিব নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে একাধিকবার তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা সংঘটিত হয়েছে।

অ্যাক্সিওস দাবি করেছে, হামলা চালাতে ইরাকে সক্রিয় ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠীদের কাজে লাগানো হতে পারে। এটি হতে পারে ইরানের কৌশলগত স্থাপনায় ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা হ্রাসে তেহরানের প্রচেষ্টা।

অক্টোবরের ১ তারিখ দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় ইরান। তার জবাবে গত শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার ব্যবহার করতে প্রস্তুত আছে তেহরান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments