বাংলার প্রতিচ্ছবি । ০১ নভেম্বর ২০২৪ !! ১৩:১৩
ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ইরান হামলা করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে তেহরান।
গাজা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, তার প্রভাবে তেহরান ও তেল আবিব নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে একাধিকবার তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা সংঘটিত হয়েছে।
অ্যাক্সিওস দাবি করেছে, হামলা চালাতে ইরাকে সক্রিয় ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠীদের কাজে লাগানো হতে পারে। এটি হতে পারে ইরানের কৌশলগত স্থাপনায় ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা হ্রাসে তেহরানের প্রচেষ্টা।
অক্টোবরের ১ তারিখ দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় ইরান। তার জবাবে গত শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার ব্যবহার করতে প্রস্তুত আছে তেহরান।