Thursday, November 21, 2024
Google search engine
বাড়িপ্রধান সংবাদ২০২৫ সালের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে

২০২৫ সালের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা রমজান শেষ হলে শুরু করবে দেশের শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী এপ্রিলে এই পরীক্ষা শুরু হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার (২৮ অক্টোবর) বলেন, রমজান শেষ হলে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার দুই মাস পর।

শিক্ষা বোর্ড জানায়, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা বোর্ডগুলো।

সংশ্লিষ্ট সূত্রমতে ২০২৫ সালের মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুর দিকে ঈদুল ফিতর হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভর করবে)। ঈদুল ফিতরের ছুটি শেষ হলে পরীক্ষা নেওয়া হবে। সাধারণত পরীক্ষার সময়সূচি দেওয়া হয় ১৫ দিন আগে। সেই হিসেবে এপ্রিলের মাঝামাঝি বা শেষ দিকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments