Sunday, November 24, 2024
Google search engine
বাড়িজাতীয়বাংলাদেশের সংস্কার কার্যে সহায়তা করতে চায় তুরস্ক

বাংলাদেশের সংস্কার কার্যে সহায়তা করতে চায় তুরস্ক

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে চায় তুরস্ক। এজন্য ওই দেশ থেকে আসা একটি প্রতিনিধি দল সোমবার ও মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয় ও এজেন্সির সঙ্গে আলোচনাও করেছে। এ বিষয়ে তাদের প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চলমান সংস্কার কার্যক্রম, বাণিজ্য, ব্যাংকিং খাত, আর্থিক খাতসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহনের পর তুরস্কের প্রেসিডেন্ট রাইসেপ এরদোগানের সঙ্গে টেলিফোন আলাপে সংস্কার কার্যক্রমে সহায়তার বিষয়টি আলোচনা হয়। এর প্রেক্ষিতে তুরস্কের প্রতিনিধি দল ঢাকা সফর করেছে বলে তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তুরস্কের অনেক নাগরিক বিদেশে অবস্থান করে থাকে। বিদেশে ভোটগ্রহণের অভিজ্ঞতা রয়েছে দেশটির। এ বিষয়ে তারা সহায়তা করতে পারে।’

বিদেশে যে সম্পদ পাচার হয়েছে সেটি উদ্ধারে তুরস্কের সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

দামি তৈরি পোশাক শিল্পে তুরস্কের সুনাম রয়েছে এবং এ খাতে তাদের বিনিয়োগ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সহায়তা করতে পারে বলে তিনি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments