Friday, November 22, 2024
Google search engine
বাড়িজাতীয়বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নন রেসিডেন্স বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে নন রেসিডেন্স বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তিনি।

ডা. ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের ২৬ সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments