Sunday, September 22, 2024
Google search engine
Homeদেশবগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ০৪ টেকনিশিয়ান

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ০৪ টেকনিশিয়ান

বগুড়ার শেরপুরে তেলের পাইপলাইন মেরামতের সময় ট্যাংক বিস্ফোরণে চার টেকনিশিয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকার মজুমদার প্রোডাক্ট লিমিটেডে এ ঘটনা ঘটে।

ট্যাংক বিস্ফোরণে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ও ছিলিমপুরে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী।

নিহত টেকনিশয়ানরা হলেন নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির মো. খলিলের ছেলে মো. ইমরান (৩২), একই এলাকার সোলায়মানের ছেলে মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও আবদুস সালামের ছেলে মো. মনির (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডে ধানের তুষ থেকে রাইস ব্রান তৈরি হয়। এখানে তেলের পাইপলাইনে সমস্যা হয়। ওই টেকনিশিয়ানরা গত ১৫ দিন ধরে মেরামতের কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চার জন ট্যাংকের ওপর ও তিন জন নিচে কাজ করছিলেন। পাইপ ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ট্যাংকের ভেতরে যায়। এ সময় বিকট শব্দে ট্যাংক বিস্ফোরিত হয়।

পরে আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একে একে চার জনের মৃত্যু হয়।

ওসি রেজাউল করিম রেজা জানান, এ দুর্ঘটনায় কারো দায় থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments